Find a Book  

Biography : Shah Alam Shaju


১৯৯৬ সাল।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাস্ট ইয়ারের ছাত্র শাহ আলম সাজু।  সে সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যতোটা না টেনেছে ততার চাইতে বেশি টেনেছে লেখালেখি।  ওই বছরই একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় প্রথম গল্প।  সেটা দৈনিক সংবাদ-এ। 

১৯৯৮ সাল।  ছোটদের জনপ্রিয় পত্রিকা কিশোর তারকালোক-এ সাংবাদিকতা শুরু।  পরে পত্রিকাটির সহ-সম্পাদক।  একই বছর ঢাকা বইমেলায় প্রকাশিত হয় প্রথম ঊপন্যাস। 

প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি।  বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে সাংবাদিকতা ও লেখালেখি ছাড়া করা হয়নি কিছুই. বেকার থাকার অভিঙ্গতাও আছে। 

পাক্ষিক আনন্দভূবন পত্রিকায় প্রথম স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান।  এরপর দৈনিক মানবজমিন -এ স্টাফ রিপোর্টার ও আনন্দধারার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।  

বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি ষ্টার-এর স্টাফ রিপোর্টার। এখন পেশা ও নেশা সাংবাদিকতা। মাঝে মাঝে গল্প-উপন্যাস লেখা আর অবসরে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো শখ। 
শাহ আলম সাজু জন্ম টাঙ্গাইল জেলার সখীপুরে। 
 
Few Books of Shah Alam Shaju
Annondo Loka Humayun Ahmed
Download
 
All Books of Shah Alam Shaju